1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

‘আশিকি’ ছবির দ্বিতীয় গান ‘বৃষ্টি ভেজা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫
  • ৫০৭ Time View

গত সপ্তাহে প্রকাশ করা হয়েছিলো উপস্থাপক ও মডেল হিসেবে পরিচিত নুসরাত ফারিয়া ও সাড়া জাগানো চিত্রনায়ক অঙ্কুশ অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আশিকি’র প্রথম গান ‘তোর আশিকি’। কিন্তু তার মাত্র সপ্তাহখানেক পরেই এ ছবির aidjasdদ্বিতীয় গান প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল। ‘বৃষ্টি ভেজা’ শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে। ছবিটির নাম প্রথমে ‘প্রেমী ও প্রেমী’ থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘আশিকি’। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পরিচালক আবদুল আজিজ ও কলকাতার স্বনামধন্য পরিচালক অশোক পতি। ছবিটির সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা, শওকত আলী ইমন, স্যাভি ও আকাশ।

স্কটল্যান্ডেই ক্যামেরাবন্দী করা হয়েছে ছবিটির বেশিরভাগ দৃশ্য। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। নুসরাত ফারিয়া ও অঙ্কুশ ছাড়া আরও অভিনয় করছেন বাংলাদেশের একসময়কার সাড়া জাগানো চিত্রনায়িকা মৌসুমী। ছবিটির পরিচালকদ্বয় জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে ছবিটি। এই ছবির হাত ধরেই প্রথমবারেরমত বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন উপস্থাপক ও মডেল হিসেবে পরিচিত নুসরাত ফারিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ