সম্প্রতি বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তা দক্ষিণ কোরিয়ার ছবি ‘সেভেন ডেজ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন ‘জাজবা’। চলচ্চিত্রে কোরিয়ান অভিনেত্রী ইয়ুনজুন কিমের স্থলে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত পরশু জাজবার ট্রেইলার প্রকাশ করা হয়। সেভেন ডেজ ছবির সঙ্গে তুলনা করলে ট্রেইলারেই কিছুটা হতাশ হতে হয় দর্শককে!
অসাধারন স্লায়ু শীতল করে দেয়া থ্রিলার চলচ্চিত্র ছিল ২০০৭ সালে মুক্তি পাওয়া সেভেন ডেজ ছবিটি। তাতে দেখা যায় ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে অবস্থানকারী আইনজীবী ইয়ুনজুনকে ফোনে জানানো হয় তার মেয়েকে কিডনাপ করার কথা। এর পর তাকে মাত্র ৭দিন সময় দেয়া হয় জেল থেকে এক আসামিকে মুক্ত করার জন্য। সেভেন ডেজের কয়েক মিনিটের টিজারই বলে দেয় গল্পের গাঁথুনি থেকে শুরু করে ইয়ুনজুনকে ঘিরে কতিপয় মানুষের মনস্তাত্ত্বিক খেলার কথা।
জাজবা ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন ইরফান খান। তার মুখে অপ্রয়োজনীয় ডায়লগ বলা দিয়ে আঁচ করে নেয়া যায় কোরিয়ান চলচ্চিত্র থেকে নেয়া হলেও শেষমেশ জাজবা একটি বলিউডি সিনেমা। যেখানে অতিরঞ্জন থাকবেই। আর ট্রেইলারের শেষ দৃশ্যে আসামিকে ঐশ্বরিয়ার থাপ্পড় দেয়াটা নিশ্চিত করে বলিউডি কাঠামোকে।
২০১০ সালে সঞ্জয় লীলা বনসালির ‘গুজারিশ’ ছবিতে শেষ হাজির হয়েছিলেন অ্যাশ। এ নির্মাতার ‘হাম দিল দে চুকে সানম’ কিংবা ‘দেবদাস’ ছবিতেও কাজ করেছেন তিনি। তবে সঞ্জয় কিন্তু অ্যাশকে ‘বাজিরাও মাস্তানি’ ছবির লীলা কিংবা মাস্তানি চরিত্রে ভাবেননি।
জাজবা’র ট্রেইলারটি ইউটিউবে দেখা যাবে।