আগামী ২৯শে আগস্ট শনিবার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে সঙ্গীত সন্ধ্যায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ‘মিস লিলি ইসলাম’ এবং আবৃত্তি পরিবেশন করবেন ‘মজিবুর রহমান দিলু’। ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।
মিস লিলি ইসলাম বাংলাদেশের একজন অন্যতম রবীন্দ্রসঙ্গীত গায়িকা। তিনি বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় (শান্তিনিকেতন) থেকে রবীন্দ্রসংগীতে তার ডিগ্রী লাভ করেছেন।. তিনি কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী শ্রীমতি কনিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতি নীলিমা সেন-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন।
তিনি বাংলাদেশ ও ভারতের প্রায় অধিকাংশ টিভি চ্যানেলের মধ্যে অন্যতম রবীন্দ্রসঙ্গীত গায়িকা।
তিনি ‘Evolution of the Stylization of Tagore Songs’ গবেষণার কারনে আই.সি.সি.আর বৃত্তি লাভ করেন।
তিনি তাঁর কর্মজীবনে রবীন্দ্রসঙ্গীতের উপর ৩টি অডিও ক্যাসেট, ১০টি সিডি এবং ১টি ভিসিডি প্রকাশ করেন। তিনি ২০১১ এর ডিসেম্বরে শ্রুতি গীতবিতান নামে ঐতিহাসিক এ্যালবামে তাঁর কণ্ঠ দেন। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, দুবাই সহ বিভিন্ন দেশে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। বাংলাদেশের ‘উত্তরায়ন’ নামে একটি সংগঠনের প্রতিষ্টাতা তিনি।
অন্যদিকে জনাব মজিবুর রহমান দিলু, যিনি কিনা একাধারে টিভি এবং থিয়েটার অভিনেতা নাট্যকার এবং পরিচালক। তিনি একজন মুক্তিযোদ্ধা ও। তিনি ‘কিংশুক এবং মরুতে’ নামক একটি নাটকে অভিনয় এবং পরিচালনা করেছিলেন, যেটা ১৯৭৬ সালের প্রথম নাট্যোৎসবে নিরবাচিত হয়। ‘আগামী’ নামে বাংলাদেশের প্রথম ক্ষুদ্র চলচ্চিত্রে তিনি অভিনয়ও করেছেন। তিনি বারটোল্ট-এর ‘Three penny opera’ নামে বিখ্যাত নাটকটি বাংলায় ‘জনতার রঙ্গশালায়’ নামে পরিবেশন করেন, যেটাতে তিনি নিজে একজন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকটি বাংলাদেশে প্রায় ১৫০ বার পরিবেশন করা হয়। এই নাটকটি ‘বহুরূপী’নামে একটা বিখ্যাত থিয়েটার দল কলকাতায় পরিবেশন করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন, ‘সংশপ্তক’ তার মধ্যে অন্যতম।
উল্লেখ্য, রবীন্দসঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে (আমন্ত্রণ পাস সংগ্রহ করার কোন প্রয়োজন নেই)।
ঠিকানা:
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, বাড়ি নং:৩৫, রোড নং:২৪, গুলশান-১, ঢাকা।