ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রজনন এলাকাগুলোতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে সরকার সংশ্লিষ্ট জেলেদের রেশন দেবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সংরক্ষণ সংক্রান্ত সভায় এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
মন্ত্রী বলেন, সারাদেশে বর্তমানে ৩৫ লাখ ৪৮ হাজার টন ইলিশ মাছ উৎপাদন হয়। কিন্তু এর বিপরীতে চাহিদা রয়েছে ৪২ লাখ টন। প্রতিবছর দেশে এক লাখ টনেরও বেশি মাছ উৎপাদন বাড়ছে। খুব শিগগিরই আমরা মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব।