1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

‘গভীর নিশীথে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১৭১ Time View

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে! অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে- বুঝবে সেদিন বুঝবে! এমনি করেই অভিমানের কথাগুলি বলেছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি আমাদের জাতী কবি কাজী নজরুল ইসলাম। কন্ঠে তার অভিমান ঝরলেও যতদিন বাঙ্গালী থাকবে, ততদিনই তিনি বেচে থাকবেন সমস্ত বাঙ্গালীর অন্তরে তার অমর সৃষ্টি নিয়ে। jsadasdনজরুল প্রতিভার প্রধান বৈশিষ্ট হচ্ছে জনমানুষের কাছে যাওয়া। মানুষের হৃদয়ের আকাঙ্খাকে স্বতঃস্ফুর্তভাবে রূপায়িত করতে জানতেই বলেই নজরুলের গান শ্রোতার হৃদয়কে জয় করতে সমর্থ হয়েছে।
আগামীকাল কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস। এটিএন বাংলায় এ উপলক্ষে দিনব্যাপী প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে বিকাল ৫টা ১৫মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গভীর নিশীথে’। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান, সুজিত মোস্তফা এবং ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানে ফাতেমা তুজ জোহরা একটি গান পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করেছেন তিনি।
অনুষ্ঠানের গানগুলো হলো, বধু তোমার আমার এই যে বিরহ (ইয়াকুব আলী খান), নূর জাহান নূর জাহান (শাহীন সামাদ), শাওন আসিল ফিরে (ইয়াসমীন মুশতারী), বন কুন্তল এলায়ে (ফাতেমা তুজ জোহরা) এবং গভীর নিশীথে (সুজিত মোস্তফা)। মুকাদ্দেম বাবুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২৭ আগস্ট, বিকাল ৫টা ১৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ