1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সপ্তমবারের মতো সিনসিনাতি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ১৮৭ Time View

সিনসিনাতি: বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে পরাজিত করে সপ্তমবারের মতো সিনসিনাতি মাস্টার্সের শিরোপা জিতে নিয়েছেন রজার ফেদেরার। ফাইনালে ফেদেরার ৭-৬ (৭/১), ৬-৩ গেমের সরাসরি সেটে জকোভিচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব adfawefঅর্জন করেন। এর মাধ্যমে আগামি রোববার থেকে শুরু হওয়া ইউএস ওপেনের আগে ৩৪ বছর বয়সী ফেদেরার বেশ ভালোভাবেই নিজেকে প্রমাণ করে নিলেন।

এই নিয়ে তৃতীয়বারের মতো সিনসিনাতিতে ফেদেরারের কাছে পরাজিত হলেন সার্বিয়ান নাম্বার ওয়ান। এর মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে নয়টি মাস্টার্স ১০০০ এর শিরোপা দখলের ইতিহাস থেকেও বঞ্চিত হলেন। সেমিফাইনালে বৃটিশ তারকা এন্ডি মারেকে পরাজিত করার পরে ফেদেরার ছিলেন বেশ উজ্জীবিত। তারই ধারাবাহিকতায় ফাইনালেও তিনি দাপটের সাথেই জয়ী হয়েছেন। উইম্বলডনের ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হবার পরে এই প্রথম কোন টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন ফেদেরার। গত সপ্তাহে মারের জেতা মন্ট্রিয়াল মাস্টার্সেও তিনি বিশ্রামের কারণে খেলেননি।

ম্যাচশেষে ফেদেরার বলেছেন, এটা সত্যিই অসাধারণ। সত্যি কথা বলতে কি আমি মোটেই এটা প্রত্যাশা করিনি। আমি জানতাম আমার সামনে সুযোগ আছে, কিন্তু এরপরেও আমার বিশ্বাস ছিল এখানে অনেকেই আমার থেকে ভালো খেলবে। কারণ প্রতিবারই মন্ট্রিয়াল খেলে আমি এখানে খেলতে আসি। সাধারণত সেটাই আমাকে এখানে সাফল্যের ব্যাপারে সহযোগিতা করে। কিন্তু বেশ কয়েক বছর ধরেই আমি অনুধাবন করেছি মন্ট্রিয়াল-সিনসিনাতি কিংবা টরেন্টো-সিনসিনাতি একসাথে জেতা সম্ভব নয়। যেকোনো একটা আমাকে বেছে নিতে হবে। আমার ধারণা পরিকল্পনাটা কাজে লেগেছে।

মাত্র ৯০ মিনিটেই জকোভিচকে পরাজিত করে নিজের পরিকল্পনার দারুণ বাস্তবায়ন দেখিয়েছেন ফেদেরার। আগামি ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে এখন তিনি জকোভিচের পরে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোর্টে নামবেন। মন্ট্রিয়াল মাস্টার্স জেতার পরে ফেদেরারকে হটিয়ে দুই নম্বর স্থানটি দখল করেছিলেন মারে। এই নিয়ে ক্যারিয়ারে ৮৭তম এটিপি শিরোপা এবং ২৪তম মাস্টার্স ১০০০ ইভেন্ট জিতলেন সুইস সেনসেশন। অন্যদিকে ক্যারিয়ারে সবকটি মাস্টার্স শিরোপা জিতলেও পঞ্চমবার ফাইনালে উঠে আবারো সিনসিনাতিতে ব্যর্থ হলেন সার্বিয়ান তারকা জকোভিচ। মন্ট্রিয়ালের ফাইনালে মারের কাছে পরাজিত হবার পরে পরপর দু’টি ফাইনালে হার ইউএস ওপেনের আগে জকোভিচকে কিছুটা হলেও পিছিয়ে দিবে। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ