1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

শুভ্রার শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছেন হাসিনা-রেহানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ১৪৪ Time View

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। সঙ্গে asdcqwdwqথাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। শেষকৃত্য অনুষ্ঠান শেষে বিকেলেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভ্রা। তার আগে ৭ আগস্ট তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া শুভ্রা মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন শুভ্রা মুখার্জি। ১৯৫৫ সালে তিনি ভারতে চলে যান। এরপর ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের রয়েছে বিশেষ ঘনিষ্ঠতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ