ফের বিষমদের থাবা ভারতের দক্ষিণ ২৪ পরগণায়৷ গতকাল শনিবার কুলতলির রামবল্লভপুরে বিষমদে মৃত্যু হল তিনজনের৷গুরুতর অসুস্থ হয়ে আরও বেশ কয়েকজন স্থানীয়
নিমপীঠ হাসপাতালে চিকিৎসাধীন৷শনিবার রাতেই তিনজনের মৃত্যু হয়। রবিবার ভোরে বাঙুর হাসপাতালে দু’জন মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
২০১১ সালের ডিসেম্বর মাসে বিষমদ এই দক্ষিণ ২৪ পরগণায় প্রায় ১৭০ জনের প্রাণ কেড়ে নিয়েছিল৷২০১৪ সালেও বিষমদে প্রাণ হারিয়েছিল কয়েকজন৷ফের এই জেলায় বিষমদে মৃত্যু হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা৷