1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

ম্যানচেস্টার সিটির শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১১২ Time View

দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার মিশন। গত মৌসুমের রানার্সআপরা ইয়াইয়া তুরের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারিয়েছে। প্রতিপক্ষের মাঠে গতকাল সোমবার রাতে সিটির অন্য গোলটি করেন guyijভিনসেন্ট কোম্পানি।
এদিকে ম্যাচ শুরুর নবম মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়িয়ে সিটিকে এগিয়ে দেন মিডফিল্ডার তুরে। গোলটিতে অবদান ছিল স্পেনের মিডফিল্ডার হেসুস নাভাসের। পরবর্তীতে ব্যবধান বাড়াতেও দেরি করেনি অতিথিরা। এবারের গোলদাতাও কোত দি ভোয়ার মিডফিল্ডার তুরে। স্বদেশি স্ট্রাইকার উইলফ্রাইদ বোনির সাথে একবার বল দেয়া-নেয়া করে ডি বক্সের বাইরে থেকে গোলটি করেন ৩২ বছর বয়সী তুরে।
অন্যদিকে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা সিটির জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ৫৯তম মিনিটে কোম্পানির গোলে। স্প্যানিশ সতীর্থ দাভিদ সিলভার কর্নার কিককে মাথার ছোঁয়ায় প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন বেলজিয়ামের ডিফেন্ডার কোম্পানি। বাকি সময়ে আর কোনো দলই গোল না করতে পারায় বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ