1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

ইউটিউবে মাহির রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০১৫
  • ২৫০ Time View

mahi_33423মাহিয়া মাহির নতুন ছবি ‘অগ্নি টু’ মুক্তি পাবে আগামী ঈদে। তার আগে গত ৪ জুন ইউটিউবে উন্মুক্ত হয় এর গান ‘ম্যাজিক মামনি’র ভিডিও। প্রথম ছয় দিনে এটি দেখা হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৪৮০ বার। বাংলাদেশের কোনো নাটক, চলচ্চিত্র, গানের এমন রেকর্ড আর নেই।

প্রকাশের প্রথম দিন থেকেই গানটি নিয়ে সোরগোল পড়ে যায়। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ‘ম্যাজিক মামনি’ দেখার সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার ১২৪। এতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। এর কথা লিখেছেন কলকাতার গীতিকার ঋদ্ধি, সংগীত পরিচালনায় স্যাভি।

গানটি অভাবনীয় সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত মাহি। তিনি বলেন, ‘আমি অভিভূত। একটা গান এতোটা সাড়া পাবে ভাবিনি। এজন্য দর্শক এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।’

জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এবং ইফতেখার চৌধুরী ও ভারতের হিমাংশু পরিচালিত ‘অগ্নি-টু’ হলো গত বছর মুক্তি পাওয়া ‘অগ্নি’র দ্বিতীয় কিস্তি। এতে মাহির পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ওম, বলিউডের আশীষ বিদ্যার্থী প্রমুখ।

জানা গেছে, আগামী ২০ জুন ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। আসন্ন রোজার ঈদের দিন দুই বাংলায় মুক্তি পাবে ‘অগ্নি টু’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ