1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

টিকিট কিনতে হাজারো মানুষের ভিড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৫১৩ Time View

train ticketপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনের কাউন্টার থেকে সকাল নয়টা থেকে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। আর এই টিকিটের জন্য প্রতিটি স্টেশনের কাউন্টারেই শত শত মানুষের ভিড়।

বুধবার রাত থেকেই শুরু হয়েছে ভিড়। কেউ এসেছেন ইফতারি সেরেই। কেউ-বা সেহ্রি শেষ করে। সবার লক্ষ্য একটাই—কাঙ্ক্ষিত তারিখে নির্দিষ্ট গন্তব্যের প্রয়োজনীয় টিকিট চাই। ট্রেনের টিকিট।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত দেয়া হবে ১৩ জুলাইয়ের টিকেট। এ ছাড়া শুক্রবার (১০ জুলাই) বিক্রি করা হবে ১৪ জুলাইয়ের টিকেট। পর্যায়ক্রমে পাঁচ দিন ট্রেনের আগাম এই টিকেট বিক্রি করা হবে। এর মধ্যে ১১ জুলাই ১৫ জুলাইয়ের টিকেট, ১২ জুলাই ১৬ জুলাইয়ের টিকেট এবং সর্বশেষ ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকেট।

ঈদের এ সময়টাতে প্রতিদিনই প্রায় ৫০ হাজার যাত্রী ট্রেনে যাতায়াত করবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এ যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতও তারা। সে সঙ্গে টিকেট কালোবাজারি ঠেকাতে অন্যবারের মতো এবারও থাকবে কর্তৃপক্ষের কড়া নজরদারি।

এদিকে প্ল্যাটফর্মে তো যাত্রীদের লাম্বা লাইন আছেই, সেই ভিড় ছাপিয়ে অতিরিক্ত যাত্রীর চাপ এসে লাগে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজারের রুমেও। কোটা, তদবির, অনুরোধ-আবদার মেটাতে রীতিমতো গলদঘর্ম হতে হয় স্টেশন ম্যানেজারকে। তবে তিনি জানান, সাধারণ মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারে, সেটিই তাঁদের অগ্রাধিকার।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, “আমার সম্পদ আছে সীমিত, আমি তো সবাইকে দিতে পারব না। আমি কি ১০ লাখ লোক পাস করতে পারব? আমি ৪৭-৪৮ হাজার টিকেট দিতে পারছি, আমি তো আর সবাইকে দিতে পারব না। এর মধ্যে যারা পায়, তারা তো খুশি আর যারা না পায়, তারা তো অনেক কিছু বলে।”

টিকেট কালোবাজারি প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন, “কালোবাজারির তো কোনো প্রশ্নই ওঠে না। যে কারণে আমরা সবাই এ কালোবাজারি ও অনিয়ম বন্ধের জন্য সর্বপ্রকার নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।”

বাস কাউন্টারগুলোতে দেখা যায় মিশ্র চিত্র। উত্তরবঙ্গগামীদের বাসের টিকেট পেতে ভোগান্তিতে পড়তে হলেও এ বিষয়ে তেমন সমস্যা হচ্ছে না দক্ষিণের যাত্রীদের। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রুটের যাত্রীদের বাড়ি ফিরতে তেমন ভোগান্তি পোহাতে হবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ভোগান্তি এড়াতে আগেভাগেই মানুষ যেভাবে বাড়ি ফিরছেন, তাতে ঈদের আগে যাত্রীদের মাত্রাতিরিক্ত চাপ থাকবে না বলে মনে করছেন বাস সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ