1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

‘যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়া হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৬৫ Time View

mujibalরেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের শতভাগ সক্ষমতা ব্যবহার করে যাত্রীদের সেবা দেয়া হবে। এ জন্য সব প্রস্তুতি শেষ হয়েছে।”

আগামী জানুয়ারিতে রেলে ২৭০টি নতুন বগি যোগ হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ট্রেনের আগাম টিকিট বিতরণের প্রথম দিন সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রেলপথমন্ত্রী।

মুজিবুল হক বলেন, “রেলে যাতায়াত সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ। এ জন্য অন্য পরিবহণের চেয়ে রেলে মানুষ যাতায়াত করতে পছন্দ করেন। এই ঈদে রেলের শতভাগ সক্ষমতা ব্যবহার করে যাত্রীদের আনা-নেয়ার ব্যবস্থা করা হবে।”

রেলপথমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে প্রতিদিন বিভিন্ন রুটে ২ লাখ ৫০ হাজার যাত্রী আসা-যাওয়া করবে।

তিনি বলেন, “সময়সূচি বিপর্যয় কোনোভাবেই মানা যায় না। সময়সূচি বিপর্যয় ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।”

নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে রেলপথমন্ত্রী বলেন, “রেলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা আছে। সঙ্গে যোগ হয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি। কোথাও যাতে টিকিট কালোবাজারি না হয়, যাত্রীরা যাতে মলম ও অজ্ঞান পার্টি দ্বারা আক্রান্ত না হন, সে জন্য তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাজ করছে।”

ট্রেনের ছাদে চলাচল করা বেআইনি উল্লেখ করে যাত্রীদের উদ্দেশে মুজিবুল হক বলেন, “আপনারা কেউ ছাদে উঠবেন না।”

অগ্রিম টিকিটের জন্য অপেক্ষমাণ মানুষের সঙ্গে এ সময় কথা বলেন তিনি। টিকিট-প্রত্যাশীদের নানা অভিযোগ শোনেন মুজিবুল হক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন রেলপথমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ