1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

আইএসের বিরুদ্ধে মাত্র ৬০ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১১৯ Time View

bidrohi isইসলামিক স্টেট গ্রুপের মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র সিরিয়ার মাত্র ৬০ বিদ্রোহীকে প্রশিক্ষণ দিচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এ কথা বলেন।
তিনি জানান, যা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম বিদ্রোহী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
এই মন্তব্যকে ওবামা প্রশাসনের সামরিক কৌশলের সমালোচনা বলে মনে করা হচ্ছে।
এর আগে মার্কিন সিনেটর জন ম্যাককেইন বলেন, যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে এই যুদ্ধে ‘হেরে যাচ্ছে’।
আইএস যোদ্ধারা সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়েছে।
যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ম্যাককেইন, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মার্টিন ডেম্পসেইসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন রণকৌশলের ওপর মন্তব্য করেন।
কার্টার জানান, আমেরিকা আইএস যোদ্ধাদের মোকাবেলায় কয়েক হাজার সিরীয় বিদ্রোহীকে প্রশিক্ষণ দিতে চায়। কিন্তু এখন পর্যন্ত মাত্র কয়েকজনকেই এই কর্মসূচির জন্য অনুমোদন করা হয়েছে।
এটা আইএস গ্রুপকে পরাজিত করার ওয়াশিংটনের রণকৌশলের মূল নীতি।
কার্টার জানান, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে প্রায় ৬০ যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছে।
তিনি বলেন, ‘আমরা যা আশা করেছিলাম এই সংখ্যা তার চেয়ে অনেক কম।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা জানি এই কর্মসূচিটি অত্যন্ত প্রয়োজনীয়। আইএসকে পরাজিত করতে সিরিয়ার রণক্ষেত্রে আমাদের অংশীদারের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।’
ম্যাককেইনও মাত্র ৬০ যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদানের বিষয়টিকে সমালোচনা করে বলেন, ‘এই সংখ্যা পর্যাপ্ত নয়।’
জানুয়ারি মাসে পেন্টাগণ জানায়, এই কর্মসূচির প্রথম বছরে প্রায় পাঁচ হাজার ৪০০ সিরীয় বিদ্রোহীকে প্রশিক্ষণ দেয়া হবে। মার্কিন আইনপ্রণেতারা এই কর্মসূচির জন্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার অনুমোদন দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ