1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

মোশাররফ করিমের বিরাট সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১২৫ Time View

songbordonaটিভি রিয়েলিটি শো উটমার্কা বল সাবান গানের রাজা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সতেরো নাম্বর স্থান অধিকার করেছেন গানের রাজা ইরান আলী। সতেরো নাম্বার হলেও মনে মনে তার খুব গর্ব। তার ভাবনা- পনেরো কোটি মানুষের ভেতর সে ষোল জনের পরে। যা তা ব্যাপার না! তার গ্রামে আসা দিয়ে শুরু হয় নানা গল্প।

ইরান আগে থেকেই তার বন্ধুদের টাকা দিয়ে রেখেছিল সে গ্রামে আসলে যেন তাকে ভালো সংবর্ধনা দেয়া হয়। কিন্তু গ্রামে ঢুকেই সে যখন দেখে মাত্র চার পাঁচজন ছেলে-মেয়ে ফুলের মালা হাতে তাকে সংবর্ধনা দেয়ার জন্য দাঁড়িয়ে আছে তখন তার মেজাজ খারাপ হয়ে যায়। আরো মেজাজ খারাপ হয় যখন সে বাড়িতে গিয়ে দেখে বাড়িতেও তার সংবর্ধনা দেয়ার কোনো আয়োজন নেই।

ইরান যাকে ভালোবাসে তার নাম সাবিনা। সাবিনা অবশ্য তাকে ভালোবাসে না। কারণ সে অন্য একজনের বাগদত্তা। তবুও ইরান তাকে ভালোবাসে। পাগলের মতোই ভালোবাসে। আর এই ভালোবাসার জন্যই, সাবিনা পছন্দ করে বলেই তার গান শেখা। এই সতেরো নাম্বার হয়ে আসার পরেও সাবিনা তাকে খুব একটা পাত্তা দেয় না।

আর এতেই জেদ চাপে ইরানের। সে সিদ্ধান্ত নেয়- এই গ্রামে এমপি, ডিসি, এসপিকে এনে সংবর্ধনা নেবে। মানুষকে সে দেখিয়ে দেবে সে আসলে কত বড় শিল্পী। কারা তাকে সংবর্ধনা দেয়। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি বিরাট সংবর্ধনা শিরোনামের নাটক।

সাগর জাহানের রচনায় ও শেখ সেলিমের পরিচালনায় নাটকে ইরানের চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, এসএম মহসিন, মিলন, তারিক স্বপন প্রমুখ। সম্প্রতি ঈদের জন্য নির্মিত এ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ