1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

পরীমনিকে প্রযোজকের হয়রানি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১২৪ Time View

porimoniনজরুল ইসলাম খান পরিচালিত দুনিয়া কাঁপানো প্রেম সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। কিন্তু শুটিং শুরুর আগেই সিনেমার প্রযোজক এবং নায়িকা পরীমনির মধ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব।

প্রযোজক নাকি পরীমনির সাইনিং মানি নিয়েও তালবাহানা করছেন। তা ছাড়া প্রযোজকের বিরুদ্ধে বাজে ইঙ্গিতপূর্ণ কথাবার্তারও অভিযোগ তুলেছেন এ অভিনেত্রী।

চলতি বছরের এপ্রিলে নজরুল ইসলাম খান পরিচালিত সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা পরীমনি। এ সময় প্রযোজক মহম্মদ হাসানুল ইসলাম তাকে এক লাখ টাকার চেক প্রদান করেন। সেই চেক নিয়ে এখন পর্যন্ত বহুবার মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখায় গেলেও টাকা তুলতে পারেননি পরীমনি।

এ বিষয় পরীমনির দাবি, বেশ কয়েকবার প্রদানকৃত চেক ভাঙাতে গেলেও বার বারই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে।

এ বিষয়ে পরীমনি বলেন, প্রযোজক আমাকে ফোন করলেও আমি তার ফোন রিসিভ করি না বলে সাইনিংয়ের টাকা আটকিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অনেকের কাছে তিনি আমার নামে অভিযোগ করে বলেছেন, যে নায়িকা ফোন ধরে না, তাকে কিসের টাকা দিব?

পরী আরো বলেন, এ ক্ষেত্রে আমার বক্তব্য খুবই স্পষ্ট। তা হচ্ছে শিল্পীর সঙ্গে সকল যোগাযোগই করবেন পরিচালক। কিছু বলার থাকলে পরিচালক বলবেন। পরিচালক যেভাবে সিনেমায় অভিনয় করতে বলবেন আমি সেভাবেই অভিনয় করার চেষ্টা করব। প্রযোজকের সঙ্গে শিল্পীর কোনো আলাপ থাকতে পারে না।

পরী আরো বলেন, এ ধরনের নন প্রফেশনাল লোক যাতে সিনেমা বানানোর নাম করে এসব ফালতু এবং মোজ-মাস্তির উদ্দেশ্যে না আসে। এদেরে প্রতি ধিক্কার ছাড়া কিছুই নেই আমার। উনার মতো বাটপার লোকজনের কারণেই চলচ্চিত্রাঙ্গন নষ্ট হচ্ছে।

নিজের সম্মানীর টাকা আদায়ের বিষয়ে পরী বলেন, নির্মাতা নজরুল ইসলাম খান আমার গুরু। তাকে অনেক সন্মান করি। তাকেও ছোট করেছেন প্রযোজক। পরিচালকের সন্মানের দিকে তাকিয়ে এখনো প্রযোজকের বিরুদ্ধে মামলা করিনি।

এ প্রসঙ্গে প্রযোজক মহম্মদ হাসানুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে বিষয়টা কিছুই না। শিল্পীরা কাজ করলে তাদের টাকা দিতেই হবে। আমি তাকে একদিন আমার অফিসে এসে টাকা নিয়ে যেতে বলছিলাম। সে আমার অফিসে এখনো আসেনি তাই বিষয়টি এখনো ঝুলে আছে।

যেহেতু চেক প্রদান করেছেন সে ক্ষেত্রে অফিসে কেন? এমন প্রশ্ন করলে তিনি এ কথার সঠিক কোনো উত্তর না দিয়ে কৌশলে বলেন, আমি তাদের টাকা নিতেই অফিসে আসতে বলেছি। যখন সিনেমার কাজ শুরু করবো তখনই টাকা পেয়ে যাবেন।

তবে এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খান বলেন ভিন্ন কথা। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা আমি জানি না। ঈদের পরে সিনেমাটির শুটিং শুরু করবো।

আসছে ঈদে পরীমনি অভিনীত আরো ভালোবাসবো তোমায় সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পরী।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি, তার অভিনীত প্রথম সিনেমা শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন সারাদেশে মুক্তি পেয়েছে। এরপর পরীমনি অভিনীত ওয়াজেদ আলী সুমনের সিনেমা পাগলা দিওয়ানা ৩ এপ্রিল, সারা দেশে মুক্তি পায়। এ ছাড়া তার বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ