বাংলাদেশে আমার একজনই বন্ধু আছে। তিনি সজীব ওয়াজেদ জয়। আমার ছাত্রজীবনের বন্ধু। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুবাদে জয়ের সাথে আমার পরিচয়। আমি চিনতাম ওকে শুধুই ‘জয়’ হিসেবে, আর জয় আমাকে চিনতো ‘জিমি’ হিসেবে। অথচ না আমি জানতাম ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে। আর ও না জানতো আমি ভুটানের রাজার ছেলে। পরবর্তীতে অনেক পরে আমরা পরস্পরের পারিবারিক পরিচয় জানতে পারি। বন্ধুর অভিনন্দন বার্তার জবাবে বাংলাদেশ থেকে আসা মন্ত্রীর কাছে জয় সম্পর্কে এভাবেই স্মৃতিচারণ করলেন ভু্টানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
চার প্রতিবেশী দেশের মধ্যে সহজ যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থা পাকাপাকি করতে ভুটাতে এসে রাজার সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।