জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বুধবার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা।
মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন ও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা ।
তাদের দাবি, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানে ৬৫ বছর সময়সীমার সিদ্ধান্ত বাতিল করে প্রত্যেক মুক্তিযোদ্ধার ১০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে। নয়তো কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন তারা।