চলতি বছরের শেষেই বাংলাদেশ টেলিভিশন দেখা যেতে পারে ভারতে। স্থির হয়েছে, বাংলাদেশের সরকারি ‘বিটিভি’-র অনুষ্ঠান প্রচার করতে প্রসারভারতীর সঙ্গে সেটিকে যুক্ত করা হবে।
তিন দশক আগে বিশেষ অ্যান্টেনা বসিয়ে ভারতের পশ্চিমবঙ্গে এই চ্যানেলটি দেখা যেত। এবারের সফরে মোদির লক্ষ্য ছিল বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সেতু রচনা করা। সে ক্ষেত্রে এই চ্যানেল যোগাযোগটিকেও গুরুত্ব দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী।