1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

টেকনাফে ৪ মানব পাচারকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৭২ Time View
arrest28কক্সবাজারের টেকনাফে চার মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, এরা সবাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানব পাচারকারী।
গ্রেফতারকৃতরা হচ্ছে, টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), একই এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে হাসান(৩২) ও খুরের মুখ এলাকার মৃত হোসেন শরীফের ছেলে আমিন(৩৫), একই এলাকার নূর আহাম্মদের ছেলে সৈয়দ আহাম্মদ(২৬)।
রোববার ভোররাতে গোপন সংবাদে সাবরাং আলীর ডেইল ও খুরেরমুখ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও আলমগীর হোসনের নেতৃত্বে একদল পুলিশএই অভিযান চালায়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরন করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
ওসি আরো জানান, মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের কয়েক স্থরের টিম মাঠে কাজ করছেন। তালিকাভূক্ত মানব পাচারকারীদের খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ