মুক্তিযুদ্ধের আলোকচিত্র আমাদের বীরত্বের সাক্ষী -তথ্যমন্ত্রী
Reporter Name
-
Update Time :
সোমবার, ২৫ মে, ২০১৫
-
১৫৭
Time View
আলোকচিত্রশিল্পকে ইতিহাস ও কালের সাক্ষী হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ের আলোকচিত্র যেমন আমাদের বীরত্বের সাক্ষী, তেমনি পাকবাহিনী ও রাজাকারদের নির্মমতারও সাক্ষ্য বহন করে চলেছে। রবিবর সন্ধ্যায় রাজধানীর দৃক গ্যালারিতে অরেঞ্জ বিডি লিমিটেডের অংগ প্রতিষ্ঠান আলোকচিত্রভিত্তিক ই-কমার্স সাইট একাত্তরপিক্সডটকম (71pix.com) আয়োজিত Temple of the Mind শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সামরিক-সাম্প্রদায়িকতার জঞ্জালকে দূরে সরিয়ে গণতন্ত্র, প্রগতি ও প্রযুক্তির পথে উত্তরণের এ সময়ে আলোকচিত্রশিল্পকেও তার পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। আনন্দ, ভালোবাসা, অচেনা ও নতুনকে চেনা, জানা জিনিসকে নতুনভাবে উপলব্ধি করা ও সময়কে ধরে রাখার জন্য আলোকচিত্রের বিকাশ প্রয়োজন এবং সরকার এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করবে, বলেন হাসানুল হক ইনু। অরেঞ্জবিডি’র প্রধান নির্বাহী আল-আশরাফুল কবীর জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী স্থপতি আনোয়ার হোসেন আলোচনায় অংশ নেন। তথ্যমন্ত্রী এসময় সকলকে নিয়ে প্রদতর্শনীটি ঘুরে দেখেন। সহস্রাধিক আলোকচিত্র থেকে বাছাইকৃত ১৮০টি ছবি প্রদর্শনীতে স্থান পায়। সাতটি বিভাগে তিনটি করে মোট একুশটি আলোকচিত্রকে পুরস্কৃত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category