রাশিয়ার দাগেস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ নিহত

রাশিয়ার দাগেস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ সদস্য নিহত হয়েছে। রুশ বার্তা সংস্থা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রাদেশিক রাজধানী মাখাচকালার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে কারাবুদাখকেন্ট গ্রামে একটি ট্রাফিক পুলিশ ফাঁড়িতে এক নারী গায়ে বাঁধা বিস্ফোরকে নিজেকে উড়িয়ে দেন।

এদিকে, একটি অস্বীকৃত ইসলামি ওয়েবসাইট দবি করেছে,  এ হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য, চেচনিয়াতে বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম শুরুর পর থেকেই মুসলিম অধ্যুষিত উত্তর ককেসীয় অঞ্চলে প্রায়ই বোমা বিস্ফোরণও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য স্থানীয় মুসলিম সশস্ত্র গ্রুপগুলোকে দায়ী করা হয়। এসব কারণে দাগেস্তান খুবই অশান্ত একটি এলাকা।

আন্তর্জাতিক