1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

বিন লাদেনের দাফন নিয়ে আবারো বিতর্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২
  • ৮৮ Time View

গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পূর্বাপর ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

হত্যার পর বিন লাদেনকে উত্তর আরব সাগরে ইসলামি রীতিতে সমাধিস্থ করার মার্কিন দাবি নিয়েও এখন সন্দেহের সৃষ্টি হয়েছে।

বিন লাদেন নিয়ে নতুন করে বিতর্ক শুরুর পেছনের কারণ সম্প্রতি ফাঁস হওয়া কিছু ইমেইল বার্তা।

বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন ধারার ওয়েবসাইট উইকিলিকস এমন কিছু ইমেইল ফাঁস করেছে যার তথ্য মতে, বিন লাদেনকে সাগরে সমাধিস্থ করা হয়েছে নাকি দাহ করা হয়েছে এই বিষয়টিও ধোঁয়াশাচ্ছন্ন।

এসব ইমেইল যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা স্ট্র্যাটফর থেকে চুরি করেছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। সপ্তাহখানেক আগে থেকে উইকিলকিস সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করছে। স্ট্র্যাটফর মূলত গোয়েন্দা তথ্য এবং ভূরাজনৈতিক বিষয়াবলী বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রসহ বহু দেশে তাদের প্রতিনিধি ও তথ্য দাতা রয়েছে।

এদের প্রকাশনার গ্রাহক রয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা।

ফাঁস হওয়া ইমেইলে দেখা যাচ্ছে, স্ট্র্যাটফরের গোয়েন্দা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফ্রেড বার্টন বিন লাদেনের মরদেহ সমাধিস্থ করার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলছেন, ওসামার মৃতদেহের ব্যাপারে হোয়াইট যে বিবৃতি দিয়েছে তাতে তিনি সন্দিহান।

উল্লেখ্য, ২০১১ সালের ২ মে ওসামা বিন লাদেনকে নিরস্ত্র অবস্থায় তার অ্যাবোটাবাদের বাড়িতে গুলি করে হত্যা করার পর ইসলামি রীতি অনুযায়ী দাফন করা হয়েছে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে অবশ্য পাকিস্তানও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা আপত্তির কথা দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ