একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১২টা ১ মিনিটের পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা শহীদ মিনারের বেদী মূলে।
এরপর মন্ত্রিপরিষদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকার এবং ৩ বাহিনীর প্রধানের পর রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শহীদ মিনারের মূল বেদীতে।
এরপর এবার ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সঙ্গে ওপার বাংলার শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও রাজনীতিবিদরাও উপস্থিত ছিলেন।
পরে শ্রদ্ধা জানান যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের স্পিকার ব্যরনেস ডি সুজা।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় রং-বেরংয়ের ফুল নিয়ে শহীদ মিনারে ভিড় করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, আর বিদেশি অতিথিরা।