1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

লিবিয়ায় আটক দুই ব্রিটিশ সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ৮৩ Time View

লিবিয়ায় আটক হওয়া দুই ব্রিটিশ সাংবাদিককের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল প্রেস টিভির পক্ষে কর্মরত এই দুই সাংবাদিককে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আটক করে লিবিয়ার একটি স্বনিয়ন্ত্রিত মিলিশিয়া গ্রুপ।

মিলিশিয়া গ্রুপ আল-সেহলি ব্রিগেডের প্রধান কমান্ডার ফারাজ আল সাহলি রোববার এক সংবাদ সম্মেলনে জানান, এই দুই সাংবাদিকের কাছে থেকে বিভিন্ন সরকারী গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। এছাড়াও তাদের কাছ থেকে এমন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা মূলত ইসরায়েলি সামরিক বাহিনী ব্যবহার করে।

তিনি বলেন, তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে তারা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত, তবে তারা কোন দেশের পক্ষে কার্যক্রম চালান তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। এই দু’জনের লিবিয়ার প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে দাবি করে তিনি বলেন, তাদের গতিবিধির ওপর আগে থেকেই নজর রাখা হয়েছিল।

আটক সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদেরকে এখন লিবীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

অভিযুক্ত দুই সাংবাদিকের নাম নিকোলাস ডেভিস এবং গেরেথ মন্টেগোমারি জনসন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ২শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মিসরাতা থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তাদেরকে ত্রিপোলিতে অবস্থিত আল-সেহলির ঘাটিতে আটক রাখা হয়েছে।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তারা এই দুই সাংবাদিককে আইনি সহায়তা প্রদান করবেন।

তেহরান কেন্দ্রিক টেলিভিশন চ্যানেল প্রেস টিভি মূলত একটি ইংরেজি ভাষায় চ্যানেল যারা বিশ্বব্যাপী অনুষ্ঠান পরিচালনা করে থাকে। তবে ইরানভিত্তিক হলেও টেলিভিশন চ্যানেলটি মাঝেমাঝে ইংরেজি ভাষাভাষী দেশগুলো থেকেও কর্মী নিয়োগ দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ