1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সুপার টিউসডে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ৮৫ Time View

৬ মার্চ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সুপার টিউসডে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে এই দিনটির একটি বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।  এই দিনই মূলত নির্ধারিত হয় কে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোয়ন পেতে যাচ্ছেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা মঙ্গলবার ১০টি রাজ্যে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবেন।
এই দশ রাজ্যের ফলাফলেই মোটামুটি পরিস্কার হবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী কে হবেন।

নির্বাচনী গতিপ্রকৃতি নির্ধারণের এই বিশেষ গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এই দিনকে সুপার টিউসেডে বলে অভিহিত করা হয়। সাধারণত যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছরগুলোতে ফেব্রুয়ারি এবং মার্চের যে কোনো মঙ্গলবারে এক সঙ্গে অনেকগুলো অঙ্গরাজ্যে প্রতিনিধি বাছাইয়ের লড়াই অনুষ্ঠিত হয়। এই প্রাইমারির ফলাফলেই মূলত নির্ধারিত হয় প্রেসিডেন্ট নির্বাচনে কে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাবেন।

সঙ্গতকারণেই আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই সুপার টিউসডেতে ভাগ্য নির্ধারিত হবে প্রাইমারিতে প্রতিন্দ্বিতায় লিপ্ত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাস্কা, জর্জিয়া, আইডাহো, ম্যাসাচুসেটস, নর্থ ড্যাকোটা, ওহাইও, ওকলাহোমা, টেনেসি, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় প্রাইমারি এবং ককাসের এই নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হবে।

২০০৮ সালেও সুপার টিউসডেতেই রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়। ওই দিন মিট রমনি জন ম্যাককেইনের কাছে ধরাশায়ী হলে বারাক ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দল থেকে জন ম্যাককেইনের মনোয়ন নিশ্চিত হয়।

চার বছর বাদে সেই মিট রমনি আবারো সুপার টিউসডেতে ভাগ্য পরীক্ষার মুখে। তবে এবার তিনি কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এদিন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিক স্যান্টোরাম, নিউট গিংগ্রিচ এবং রন পল। রমনির সামনে বাধা হয়ে দাঁড়ানোর মতো একমাত্র প্রার্থী বিবেচনা করা হচ্ছে রিক স্যান্টোরামকে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য রিপাবলিকান দলের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে আগামি আগস্ট মাসের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে। কনভেনশনে ১১৪৪ জন প্রতিনিধি রিপাবলিকান দলের প্রার্থিতা চূড়ান্ত করবেন। এই প্রতিনিধিদের মধ্যে আবার ৪৩৭ জনই চূড়ান্ত হবে সুপার টিউসডেতে।

যে প্রার্থীর সমর্থকরা বেশি পরিমাণ প্রতিনিধি নির্বাচন করতে পারবেন মূলত তিনিই আগস্টের কনভেনশনে সুবিধাজনক অবস্থানে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ