পরিচালক সঞ্জয় গুপ্তের টুইট করা ছবিতে হাজির তিনি৷ গায়ে লেদার জ্যাকেট৷ কাঁধে ঝোলানো ব্যাগ৷ তাকিয়ে আছেন মনিটরের দিকে৷ কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না৷ তবে পরিচালকের ক্যাপসনে বুঝতে বাকি নেই কে তিনি৷ ‘শি ইজ ব্যাক’-এই একটা কথাই তামাম ভারতবাসীকে জানিয়ে দিয়েছে তিনিই ঐশ্বরিয়া রাই৷
আনুষ্ঠানিকভাবে ছবিতে তার ফার্স্ট লুক রিলিজ হতে এখনও দেরী আছে৷ কিন্তু পরিচালকের বোধহয় আর সবুর সইছিল না৷ আর তাই ঐশ্বরিয়ার ছবি পোস্ট করতে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেছেন তিনি৷
এ ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়৷ তিনি ছাড়াও ছবিতে দেখা যাবে শাবানা আজমি, অনুপম খের ও ইরফান খানকে৷