বৃটেনের বহুলপ্রচারিত ট্যাবলয়েড ‘দ্য সান’ নিজেদের ‘পেজ থ্রি’ অংশের উপরের দিকে আর টপলেস মহিলার ছবি ব্যবহার করবে না। হালফিলের এক মামলার ভিত্তিতেই তা কুরুচিকর যৌনতা বলে ঘোষণা করেছে স্থানীয় আদালত।
এই রায়ের দরুন খানিকটা বাধ্য হয়েই রুপার্ট মার্ডক চালিত নিউজ ইউক গোষ্ঠীর ‘দ্য সান’ তাদের পেজ থ্রি-র উপরি অংশে টপলেস মহিলার ছবি পরিবেশনের সিদ্ধান্ত থেকে সরে এলো। পত্রিকার তরফে বলা হয়েছে, “বহুদিন থেকেই আমরা ওই অংশ সরানোর কথা ভাবছি। আগামী শুক্রবার শেষবারের মতো প্রকাশিত হবে ‘পেজ থ্রি’র ওই অংশ।” এক দশকেরও বেশি সময় ‘দ্য সানে’র ওই অংশে টপলেস ছবি পরিবেশিত হতো৷