1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

স্বপ্নদলের প্রযোজনায় ‘হরগজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১২৫ Time View

নাট্যসংগঠন স্বপ্নদলের আলোচিত প্রযোজনা ‘হরগজ’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ৫ মার্চ সোমবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে । নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ব্যতিক্রমী নাটক ‘হরগজ’-এর নির্দেশনা দিয়েছেন তাঁরই ছাত্র জাহিদ রিপন।

১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার হরগজ নামক স্থলে সংঘটিত প্রলয়সদৃশ টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে   ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। টর্নেডো পরবর্তী সর্বপ্রথম উদ্ধারপর্বে একটি ত্রাণের দলের দেখা প্রকৃতি ও প্রাণীজগতের নানান স্তরে ছিঁড়েখুঁড়ে ফেলার অভূতপূর্ব চিহ্ন এ নাটকের উপজীব্য। এতে প্রায়-আণবিক বিস্ফোরণকল্প ঝড়ের অভিজ্ঞতায় তাদের ভ্রমণ শেষাবধি যেন হয়ে ওঠে আকৃতির জগত থেকে নিরাকৃত বিশ্বে অভিপ্রয়াণ। আর পাশাপাশি হরগজ পরিণত হয় বিশ্বভাঙা মানবভুবনের রূপক-রূপে!

‘হরগজ’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেনÑ সোনালী রহমান জুলি, রবিন দত্ত, মিটুল চৌধুরী, শাখাওয়াত শ্যামল, আমজাদ শরীফ, সুকন্যা আমীর, আবু নাসের ইমন, হাসান রেজাউল, আব্দুস সামাদ ভূঞা, শিশির সিকদার, এনামুল হক শাহীন, সাহানুর রজমান, ফারজানা রহমান মিতা, মেহেরুন্নেসা ঋতু, মোস্তাফিজুর রহমান, মো. শাহীন শাওন, আল-আমিন, মনির হোসেন, আমজাদ শরীফ, রওনক লাবণী, চঞ্চল গাইন, জাহিদ রিপন প্রমুখ। প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন ও আল-আমিন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শিশির সিকদার।

স্বপ্নদল আয়োজিত ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১২’-এ গত ১৪ জানুয়ারি, ২০১২ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘হরগজ’ প্রযোজনার সর্বশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ