প্রকাশ পেলো কণ্ঠশিল্পী ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম দুষ্টু ছেলে। আগেই অ্যালবামের গানগুলো প্রকাশ করা হয় অনালাইনে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন হলো অ্যালবামটির।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ, গীতিকার কবির বকুল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সুরকার বাসুদেব ঘোষসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। মৌলিক গানের পাশাপাশি প্রথমবারের মতো অ্যালবামের জন্য নজরুলসঙ্গীত গাইলেন এই শিল্পী।
অন্যান্য গানের কথা ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স, সজীব নোমান, ও নিয়ামুল হাসান পল্টু।