জনপ্রিয় তরুণী অভিনেত্রী মেহজাবীন, ভাবনা, হাসিন রওশান, তাসিন। তারা একসঙ্গে দল বেঁধে মঙ্গলবার গিয়েছিলেন বাণিজ্য মেলায়।
ভক্ত আর সাধারণ মানুষের চোখ থেকে আড়াল হতে তারা প্রত্যেকে হিজাব পরে গিয়েছিলেন বাণিজ্য মেলায়।
একসঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ সবই করতে হলো। অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ফারহানা নিশো।