রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী একটি বাসে পেট্টল বোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। গুরুতরভাবে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাতাসন এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চারজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গুরুতরভাবে দগ্ধ হওয়া ১০ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার পর থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।