1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

ইমদাদুল হক মিলনকে প্রাণনাশের হুমকি : থানায় জিডি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

imdadulপ্রখ্যাত কথাসাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জের লৌহজংয়ে তার গ্রামের বাড়ির নির্মাণ কাজে বাধা দিয়ে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় শুক্রবার সকালে দুর্বৃত্তরা তাকে ও তার স্ত্রী এবং ভাইদেরকে প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে শনিবার বিকেলে থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মিলন। লৌহজং থানার জিডি নম্বর- ৩৪২।

লৌহজং থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ওই জিডিতে উল্লেখ করেছেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামে নিজেদের জমিতে সম্প্রতি একটি বসতবাড়ি নির্মাণ কাজে হাত দিয়েছেন তিনি। এ অবস্থায় গ্রামের কতিপয় দুর্বৃত্ত ও সন্ত্রাসী অন্যায়ভাবে  গত কিছুদিন যাবৎ তার বাড়িতে কর্মরত লোকজনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

গত শুক্রবার সকালে ইমদাদুল হক মিলন তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখার উদ্দেশে মেদিনীমন্ডলে গেলে স্থানীয় সন্ত্রাসী আব্দুল মোতালেব (৫০), আব্দুর রব (৪৮), টিটু ওরফে ছেঁচড়া টিটু (২২), সবুজ ওরফে  সন্ত্রাসী সবুজ (২২) ও রাকিবসহ (১৮) অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি দেয়। সন্ত্রাসীদের দেওয়া এ প্রাণনাশের হুমকিতে সম্পাদক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা বোধ করছেন।

আতঙ্কিত হয়ে কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তোফাজ্জেল হোসেন আরো জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে থানায় লিপিবদ্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ