1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

জেমস’র বাজিমাৎ!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৮৯ Time View

jemes kostoনাগর বাউল জেমস তার গান দিয়ে সব সময়ে ভক্ত শ্রোতাদের মাতিয়ে আসছেন। জেমসের গান মানে ভক্ত শ্রোতাদের কাছে বিশেষ কিছু, তা আবার প্রমাণ পেলো। প্লে-ব্যকে তাকে নিয়মিত পাওয়া যায়না। তবে বেছে বেছে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পায় ‘ওয়ার্নিং’ ছবিতে জেমসের কণ্ঠে গাওয়া ‘এত কষ্ট’ শিরোনামের গানের অডিও। গানটি প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি দেখেছেন প্রায় ১১ হাজার মানুষ। যা এর আগে বাংলাদেশের গানের ক্ষেত্রে দেখা যায়নি। এবার গানটি ইউটিউবে ১২দিনে দেখছেন প্রায় ৫৫ হাজারবার দেখা হয়েছে। বলা যায় জেমস বাজিমাতিই করেছেন। কারণ এতো অল্প সময় ছবির শুধু অডিও গানে এবং কোন প্রকার বুস্ট ছাড়া এর আগে ইউটিউবে এত ভিউ দেখা যায়নি।

এছাড়াও ‘এত কষ্ট’ গানটি বিভিন্ন মিডিয়াতেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এইদিকে জেমসের ভক্তরা অনেকদিন পর জেমসের গান শুনতে পেয়ে বেশ আনন্দিত। পাশাপাশি গানটির প্রশংসায় এখন মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। আরিফিন শুভ ও মাহি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। ম্যাপল ফিল্মসের প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে আগামী ৯ই জানুয়ারি। ‘ওয়ার্নিং’ ছবির মিউজিক লেবেল টাইগার মিডিয়া ও সহযোগী অনলাইন মিডিয়া পার্টনার ঢালিউড২৪.কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ