1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

থাপ্পড়ের ভয়ে সানির শুটিং বাতিল!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৭৫ Time View

sunnyy14একসময়ের পর্নো তারকা সানি লিওন বর্তমানে বলিউডের মশলাদার সিনেমা বা আইটেম গানের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি ববি খানের পরিচালনায় লীলা সিনেমায় কাজ করছেন তিনি।

কিন্তু হঠাৎ করে সিনেমাটিতে কাজ করতে অনীহা জানিয়েছেন এই অভিনেত্রী। সহ-অভিনেতা মোহিত আহ্লাতের ভয়েই নাকি শুটিং সেটে যেতে আপত্তি জানান তিনি।

মিড-ডে অনলাইনের খবরে বলা হয়েছে, শুটিং সেটে সানি লিওনের সঙ্গে অন্য কাউকে কথা বলতে দেখলেই তার ওপর চটছেন মোহিত। এমনকি সানি লিওনের সঙ্গে কথা বলার অপরাধে একজনকে থাপ্পড় মারেন এই অভিনেতা। সহ-অভিনেতার এমন আচরণে খানিকটা ভয়ের মধ্যে রয়েছেন সানি লিওন।

এ অবস্থায় তিনি যতক্ষণ শুটিং স্পটে থাকছেন ততক্ষণ তার স্বামী মাইকেল ওয়েবার সঙ্গ দিচ্ছেন সানি লিওনকে।

লীলা সিনেমার শুটিং দলের একজন সদস্য জানান, মোহিতের এমন আচরণে মানসিকভাবে অপ্রস্তুত হয়ে পড়েছেন সানি। তিনি এখানে অনিরাপদ বোধ করছেন এবং তার স্বামীর উপস্থিতি ছাড়া অভিনয় করতে অনীহা জানান।

তবে এ ব্যাপারে একেবারেই বিপরীত মন্তব্য করেন পরিচালক ববি খানের ভাই কোরিওগ্রাফার আহমেদ খান। তিনি বলেন, মোহিত একজন পেশাদার অভিনেতা। তিনি এমন কাজ করতে পারেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ