স্পেনের গ্রানাডা থেকে শিশুদের যৌন হয়রানির অভিযোগে সোমবার ক্যাথলিক চার্চের তিন যাজক ও এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ ফার্নান্দেজ ডিয়াজ গ্রেফতারের বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
গত সপ্তাহে গ্রানাডার আর্চবিশপ যৌন হয়রানির অভিযোগে বেশ কয়েকজন যাজককে বহিষ্কার করেছিলেন। এক ব্যক্তি তার শৈশবে যাজকদের যৌন নিপীড়নের ঘটনা পোপ ফ্রান্সিসের কাছে লেখার পর ওই পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই ঘটনার পর পোপ অভিযোগকারীকে ফোন দেন ও চার্চের পক্ষ থেকে ক্ষমা চান। একই সঙ্গে তিনি ঘটনাটি তদন্তেরও নির্দেশ দেন।
তবে এ ব্যাপারে বার্তা সংস্থা এপি’র পক্ষ থেকে ভ্যাটিকানের মুখপাত্র ফেডেরিকো লুমবার্দির কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।
স্প্যানিশ পত্রিকা এল পেইস জানিয়েছে, গ্রেফতার হওয়া যাজকরা লস রোমানোনস নামক গ্রুপের সদস্য।
প্রসঙ্গত, গত রবিবার গ্রানাডার আর্চবিশপ ফ্রান্সিসকো জ্যাভিয়ার মার্টিনেজের সামনে ক্যাথেড্রলের মেঝেতে শুয়ে চার্চে যৌন হয়রানির ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন যাজকরা।