1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সুসংহত ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১১১ Time View

দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে জয় পেলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতো ইংল্যান্ড। সোমবার মিসবাহ উল হকের দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা। এ জয়ে তারা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষ উঠেছে।

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে থাকা দ.আফ্রিকার পয়েন্ট ১১৯। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা দল গুলো হলো শ্রীলঙ্কা (১১৭), নিউজিল্যান্ড (১১৪) ও অস্ট্রেলিয়া (১১০)। টি-টোয়েন্টিতে কম ম্যাচ খেলার জন্য তালিকায় নাম নেই বাংলাদেশের।

এছাড়া টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। ১১৮ পয়েন্টে প্রথম স্থানে ইংল্যান্ড এবং ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে পারলে ইংলিশদের টপকে শীর্ষে উঠবে দক্ষিণ আফ্রিকা। টেস্টে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলগুলো হলো ভারত (১১১), অস্ট্রেলিয়া (১১১) ও পাকিস্তান (১০৮)। টেস্টে বাংলাদেশের অবস্থান নবম (০০৮)।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথম থেকে পঞ্চম স্থানে থাকা দলগুলো যথাক্রমে অস্ট্রেলিয়া (১২৯), দক্ষিণ আফ্রিকা (১১৭), ভারত (১১৭), শ্রীলঙ্কা (১১৩) ও ইংল্যান্ড (১১১)। ওয়ানডেতেও বাংলাদেশ রয়েছে নবম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ