হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির শুটিং-এ অংশ নিতে ঢাকায় এসেছের ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
শনিবার দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ছবিটির মহরত। রবিবার থেকে শুরু হবে শুটিং। ছবিটিতে পাওলি ছাড়াও অভিনয় করছেন আহমেদ রুবেল, বন্যা মির্জা, আহসান কবির, রিনা খান, কাবিলা, নাসরিন, শিমুল খান প্রমুখ।
২০১০ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবির শুটিং করতে ঢাকায় এসেছিলেন পাওলি। সমপ্রতি কলকাতায় মুক্তি পেয়েছে পাওলি দাম অভিনীত চলচ্চিত্র ‘পারাপার’। এতে পাওলির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আহমেদ রুবেল।
এবার বাংলাদেশে টানা সাতদিন শুটিং করার কথা আছে পাওলির। সিনেমার বাকি অংশের শুটিং আবার পরে হবে।