নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির অডিও প্রকাশিত হয়েছে। সম্প্রতি গুলশানের এক রেস্তোরায় এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মৌসুমী, ওমর সানী, ফারহান নিশো প্রমুখ।
গানগুলো সিডিতে মুক্তি না দিয়ে মুঠোফোনে মুক্তি দেয়া হয়েছে। রবি এবং গ্রামীণ নাম্বার থেকে ৩৩৩৩ ডায়াল করে গানগুলো শুনা যাবে। প্রকাশিত হয়েছে মাল্টিসোর্সিং থেকে।
ছবিতে গান গেয়েছেন রুনা লায়লা, এন্ড্র কিশোর, কুমার বিশ্বজিৎ, কনা, এস আই টুটুল, মুন্নী, আঁখি আলমগীর, মিলা, আইয়ুব বাচ্চু, হৃদয় খান এবং ভারতের নচিকেতা, জেজো ও রিশি।
নায়ক ফেরদৌস প্রযোজিত ছবিটি সেন্সর পায় গত ১১ই সেপ্টেম্বর। ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন বাসু চাটার্জি। ১৪ নভেম্বর মুক্তি পাবার কথা থাকলেও পিছিয়ে এখন ২৮ নভেম্বর মুক্তি পাবার সম্ভাবণা রয়েছে।