জি-২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন আলোচনায় সরকারবিরোধী অবস্থানের কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোটের ওপর চটেছেন জি-২০ আন্দোলনকারী তথা পরিবেশবাদীরা। শুধু তাই নয়, টনি এ্যাবোটের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সমুদ্র তীরে বালি খুঁড়ে মাথা ঢুকিয়ে প্রতিবাদ করেছেন তারা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বন্ডি বিচে বৃহস্পতিবার প্রায় ২০০ আন্দোলনকারী এভাবে আন্দোলনে সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীরা অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত সপ্তাহে ব্রিসবেনে জড় হয়েছেন।
প্রসঙ্গত, টনি এ্যাবোট ক্ষমতায় আসার পর কার্বন ট্যাঙের ওপর কর কমিয়ে দিয়েছেন। তার এই সিদ্ধান্ত নিয়েও তিনি নিজ দেশে সমালোচনার মুখে পড়েন।
ইডেন তেহান নামের একজন আন্দোলনকারী বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টি এড়িয়ে যেয়ে তিনি প্রমাণ করেছেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি তিনি কতটা উদাসীন। তার আচরণ দেখে মনে হচ্ছে, তিনি বালির নিচে মাথা দিয়ে আছেন।