সংবিধানের ষোলশ সংশোধনী বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিধান কেন অবৈধ, বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে মন্ত্রী পরিষদের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৫ জনকে আগামী ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এডভোকেট মনজিল মোরশেদ। সরকার পক্ষে শুনানি করেন মোতাহার হোসেন সাজু।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সংবিধানের ১৬তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ৯ আইনজীবী এই রিট দায়ের করেন।