অবশেষে মা হতে আগ্রহ প্রকাশ করেছেন পাতৌদির নবাব সাইফ আলী খানের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
সমপ্রতি মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।
তবে কিছুদিন আগেও সন্তান নিতে অনীহা প্রকাশ করেছেন কারিনা। ওই সময় তিনি বলেছিলেন, বিয়ের উদ্দেশ্য সন্তান জন্ম দেয়া- এ তথ্যটি আমি কখনোই স্বীকার করি না। আমি মা না হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সাইফের আগের পক্ষের দুটি সন্তান আছে। ওরা আমারও সন্তান। তাদের মাঝেই আমি মাতৃত্বের স্বাধ অনুভব করছি।
কিন্তু এরপর শোনা যায় কারিনার শাশুড়ি, মা, এমনকি খোদ সাইফেরও অসন্তোষের খবর।
তারপর সামপ্রতিক বক্তব্যে কারিনা বলেন, আমি মা হতে চাই। মাতৃত্বের মাঝেই নারীর জীবন পূর্ণতা লাভ করে। তবে এখনো আমার মা হওয়ার সময় আসেনি। সাইফ ও আমি দুজনই একে অন্যকে আগের চেয়ে বেশি সময় দিচ্ছি। পাশাপাশি হাতের কাজগুলোও এগিয়ে রাখছি।
দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাসের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাইফ-কারিনা।