চট্টগ্রাম বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমান বাহিনীকে আধুনিক করার জন্য নেয়া হচ্ছে নানা পরিকল্পনা।
তিনি বলেন, বিমান বাহিনীকে একটি যুগোপযোগী ও চৌকস বাহিনীতে পরিণত করতে ফোর্সেস গোল্ড ২০৩০ এর আলোকে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ দিয়ে সব খাতে সুষম উন্নয়ন বাস্তবায়ন করছে সরকার।