1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ৬৪ Time View

hasina2প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় যেকোনো দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলেছেন, অতীতে কোনো সরকারই দুর্যোগ মোকাবিলা কিংবা প্রস্তুতির ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবেনি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বৃহস্পতিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে এখন রোল মডেল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারই এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছে এবং প্রায় কয়েকশ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে।

দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন করা হবে বলেও জানান তিনি।

রানা প্লাজার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, টানা ২১ দিন উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে সে সময়, যেটি পৃথিবীর কোনো দেশ কখনো এতো দীর্ঘদিন উদ্ধারকাজ চালায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা সরকারে আসি একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে। কিন্তু আপনারা সবসময় দায়িত্বে থাকেন। রাষ্ট্রের জন্য আপনাদের দায়িত্বের কথা মাথায় রেখেই কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ