সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে চোরাচালানিদের হামলায় বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম নিহত (৪৮) হয়েছেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুবেদার নজরুল তার সহকর্মী সিপাহী বেল্লালকে নিয়ে মোটরসাইকেলে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধে টহলে ছিলেন। এ সময় কয়েকজন চোরাচালানি তার ওপর হামলা করে।
এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে এ ঘটনায় পলাশ ও রনি নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।