1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

বিদ্রোহীদের নির্বাচন নিয়ে ইউক্রেনের অসন্তোষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৯২ Time View

ucrenইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, দেশটির বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রবিবারের অননুমোদিত নির্বাচনের মাধ্যমে পুরো শান্তি প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়েছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে পেত্রো পোরোশেঙ্কো বলেন, দোনেৎস্ক এবং লুহান্সকের নির্বাচনকে তার সরকার কখনোই অনুমোদন দেবে না। এই নির্বাচনকে তিনি মিংস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যায়িত করেন।

শান্তি চুক্তির আওতায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোকে যে বিশেষ স্বায়ত্তশাসন দেয়া হয়েছে সেই আইনও তুলে নেয়ার জন্য তিনি প্রস্তাব দেবেন বলে জানা পেত্রো পোরোশেঙ্কো।

মঙ্গলবার ইউক্রেনের নিরাপত্তা প্রধানের সঙ্গে এই বিষয়ে তিনি আলাপ করবেন বলেও আভাস দিয়েছেন।

এদিকে দোনেৎস্ক এবং লুহানস্কে বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচনের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নির্বাচনের ফলাফলকে মস্কো বৈধতা দেয়ার চেষ্টা করছে মন্তব্য করে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউজের একজন মুখপাত্র।

তিনি আরো বলেন, অস্ত্রবিরতি চুক্তির আওতায় রাশিয়া যদি তাদের দায়িত্ব পালন না করে তবে দেশটির ওপর অবরোধ আরো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ