1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

হতাশা থেকে গরম কথা বলছেন খালেদা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৭ Time View

obaidul50সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেত্রী তার ছেলে ও নেতাকর্মীদের নামে মামলা থাকায় আন্দোলন করতে ব্যর্থ হচ্ছেন। আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে বিএনপির নেত্রী গরম গরম কথা বলছেন।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম আট লেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যাতায়াত করতে পারেন সে জন্য সারাদেশের সড়ক ও মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং সংস্কার কাজের জন্য ২৪টি টিম তদারকি করছে। মহাসড়কের পাশে যাতে কোনো ধরনের পশুর হাট না বসে সে জন্যও কাজ চলছে।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের পশু বহনকারী গাড়ি কিংবা অন্য কোনো যানে যাতে চাঁদাবাজি না ঘটে সে জন্য র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।

সড়ক ও জনপথসহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে- এমন অজুহাত আমি শুনতে চাই না। বৃষ্টির বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে। আমরা আশা করছি বৃষ্টি না হলে রোজার ঈদের মতো এবারও ঘরমুখো মানুষের কোনো ভোগান্তি হবে না, যানজটও আশা করি থাকবে না।’

মন্ত্রীর সঙ্গে এ সময় সওজ’র নির্বাহী প্রকৌশলী রোশনি এ ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুসা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ