1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

নোবেল তালিকায় মারজুকি, ক্লিনটন ও কোহলের নাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১০৭ Time View

২০১২ সালের জন্য নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে- তিউনিসিয়ার প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, দুই জার্মানি পুনরেকত্রিকরণের নায়ক হেলমুট কোহল এবং উইকিলিকসে তথ্য সরবরাহকারী মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের নাম।

বিশ্বের সবচে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন তালিকা গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়েছে। নোবেল কমিটির বিশেষজ্ঞরা এখন এসব নাম যাচাই বাছাই করছেন। তালিকাটির ব্যাপারে খুব গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

নরওয়ের পাঁচ সদস্য বিশিষ্ট নোবেল কমিটি শুধু জানিয়েছে, এবছরের জন্য প্রাথমিক মনোনয়ন তালিকায় ২৩১ জনের নাম স্থান পেয়েছে।

কারা এবার নোবেল পুরস্কার পেতে যাচ্ছে বা কারা পেলে ভাল হয় এসব নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞরা ইতোমধ্যে নানা পরামর্শ এবং জল্পনাকল্পনা শুরু করেছেন।

এদিকে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপীয় পরিচালক এবং প্রখ্যাত নোবেল পর্যবেক্ষক জেন এজল্যান্ড বলেছেন, তিউনিসিয়ার দিকে নজর দিলে মনে হয় ভাল হবে।‘

দেশটিতে সফল বিপ্লবের পর গত ডিসেম্বরে মানবাধিকার কর্মী মারজুকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা আরব বসন্তের এখন পর্যন্ত একমাত্র সফলতা বলে বর্ণনা করেছেন তিনি।

এছাড়া তিনি জার্মানির সাবেক চ্যান্সেলর হেলমুট কোহলকেও এই পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেন।

উল্লেখ্য, প্রতি বছর অক্টোবরে শান্তি, পদার্থ, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি এবং সাহিত্য এই ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হয় ১০ ডিসেম্বর।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের আংশিক অর্থায়নে পরিচালিত আধাসরকারি প্রতিষ্ঠান গাভি (GAVI) এবারের মনোনয়ন তালিকায় রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ