দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শিনজো আবে ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাপানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে সকাল সকাল সাড়ে ৯টার দিকে জাপানের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট পরিদর্শন করেন।
তিনি চারুকলা ইনস্টিটিউটে এসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য সহিদ আখতার হোসাইন (প্রশাসন), উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শিনজো আবে চারুকলার গ্যালারিতে আয়োজিত একটি প্রদশর্নী ঘুরে দেখেন।
শনিবার দুপুরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২ দিনের সফরে ঢাকা আসেন।