যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) সতর্ক করে দিয়ে আদালত অবমাননার রুলের নিষ্পত্তি করে দিয়েছেন আত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে মনত্মব্য করায় গত বছরের ১৬ আগস্ট এইচআরডব্লিউর বিরম্নদ্ধে আদালত অবমাননার এই রুল দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে দেয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, গোলাম আযমের মামলা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতি প্রকাশ করেছিল এতে আদালত অবমাননা করা হয়েছে। তবে প্রথমবার হওয়ায় তাদের শুধু সতর্ক করা হলো। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।