চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ৬ উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্রসেনা।
আজ বৃহস্পতিবার সকালে সংগঠনটির ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ অভিযোগ দায়ের করেন। এতে দন্ডবিধি অনুযায়ী হত্যাসহ কয়েকটি অভিযোগ যুক্ত করার আবেদন জানানো হয়েছে।
মামলায় এটিএন বাংলার উপস্থাপক আরাকান উল্লাহ হারুনী ও তারেক মনোয়ার, আরটিভি’র নিয়মিত উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বকসি, এনটিভি ও আরটিভির উপস্থাপক কামাল উদ্দিন জাফরী, বাংলাভিশনের মোক্তার আহমদ, দেশ টিভির মুফতি কাজী ইব্রাহীমকে আসামি করা হয়েছে।
গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে দুর্বৃত্তরা পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের অস্ত্রের মুখে জিম্মি রেখে নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে।